নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : দক্ষিণ আমেরিকার চারটি দেশ সফরে বেরিয়ে পড়েছেন কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই সফর ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধী ভারতের বিরুদ্ধে এক ‘বৈশ্বিক জোট’ গড়ে তোলার চেষ্টা করছেন এবং এর নেপথ্যে রয়েছেন বিতর্কিত ধনকুবের জর্জ সোরোস।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী শনিবার এক্স -এ পোস্ট করে লেখেন, “রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে! দক্ষিণ আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এবার কে হতে চলেছেন তাঁর গোপন সাক্ষাতের ‘ভারত-বিরোধী’ অতিথি?” তিনি আরও লেখেন, “রাহুল ভারতের রাষ্ট্র ও গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। এজন্য তিনি বৈশ্বিক জোট গড়ে তুলছেন। তাঁর পথনির্দেশক জর্জ সোরোস সম্ভবত এর পিছনে রয়েছেন।”
ভাণ্ডারী এও বলেন, রাহুল গান্ধীর এই সফরের সময়কাল বিশেষ তাৎপর্যপূর্ণ। ঠিক এমন সময়ে তিনি বিদেশ সফরে গেলেন, যখন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন -এর আওতায় গ্রেফতার করা হয়েছে। বিজেপি মুখপাত্রের দাবি, “পূর্বেও রাহুল গান্ধী বিদেশি শক্তিকে ভারতের গণতন্ত্রে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমারের মতো ভারত-বিরোধী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং খালিস্তানি সন্ত্রাসবাদী পন্নুর সমর্থন পেয়েছেন।”
এর জবাবে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা জানিয়েছেন, রাহুল গান্ধী দক্ষিণ আমেরিকার চারটি দেশ সফরে গেছেন, যার মধ্যে রয়েছে ব্রাজিল ও কলম্বিয়া। তিনি সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক করবেন তিনি, যাতে ভারত বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে নতুন বাজার ও কৌশলগত অংশীদার খুঁজে পায়।
কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “এই সফরের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক সম্পর্ক মজবুত করা এবং ভারতের বৈশ্বিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করা।” দলটি আরও জানায়, ব্রাজিল ও কলম্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রাহুল গান্ধী আগামী প্রজন্মের নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন।
রাহুল গান্ধীর এই সফরকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা আরও একবার চরমে পৌঁছেছে, যেখানে বিদেশ সফর ঘিরে ‘দেশবিরোধিতা’ বনাম ‘গণতন্ত্রের প্রসার’ বিতর্ক ফের সামনে এসেছে।

