বিলোনিয়া,২৭ সেপ্টেম্বর : বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে এনেছে। কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে এত বাজেট পর্যন্ত হয়নি। আজ শারদীয়া পঞ্চমীর তিথিতে বিলোনিয়ার আর্য্য কলোনি মিলন সংঘের দুর্গাপূজা উদ্বোধনে সিপিআইএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিপ্লববাবু বলেন, বাংলাকে পাকিস্তান বানানোর জন্য মুখ্যমন্ত্রী করা হয়নি। বাংলা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজীর ভূমি— এটা আমাদের গর্ব। বাংলাকে মমতার হাতে ছেড়ে দেওয়া যাবে না। এবার বিদায় ঘন্টা বাজবে।
ত্রিপুরার উন্নয়ন নিয়েও নিজের সরকারের সময়কালের সাফল্য তুলে ধরতে ভুলেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার থেকে এনেছে। কমিউনিস্টদের ৩৫ বছরের শাসনে এত বাজেট পর্যন্ত হয়নি। তখনকার সর্বোচ্চ বাজেট ছিল ১৪ থেকে ১৫ হাজার কোটি টাকা।
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব এদিনের অনুষ্ঠানমালায় আর্য্য কলোনি মিলন সংঘের দুর্গাপূজা মণ্ডপ ও নবনির্মিত গৃহের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন সংঘের সভাপতি অলোক রায়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, সমাজসেবক সায়ন্তন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত বিপ্লব কুমার দেব নিজ হাতে মা-বোনদের মাঝে বস্ত্র বিতরণ করেন মিলন সংঘের পক্ষ থেকে। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, এবং দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি সহ আরও অনেক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

