আগরতলা, ২৫ সেপ্টেম্বর : আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে সাক্ষাৎ করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই সাক্ষাতে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের চলমান বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
এদিন সামাজিক মাধ্যমপ পর্যটনমন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং ডোনার মন্ত্রকের সাহায্য ও অর্থানুকূল্যে পর্যটন দপ্তরের আরও কিছু নতুন প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার কাছে প্রয়োজনীয় সাহায্য প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরা রাজ্যের পর্যটনের উন্নয়নে উনার তরফ থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। আজকের এই সাক্ষাৎ পর্বে আমার সাথে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও অধিকর্তা প্রশান্ত বাদল নেগি উপস্থিত ছিলেন।

