কাঞ্চনপুর, ২৩ সেপ্টেম্বর: বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনকে সামনে রেখে পরিবেশ সচেতনতা ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর। বনাঞ্চল রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচি গৃহীত হয়েছে।
এরই অংশ হিসেবে শান্তি ম্যানশন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা গড়ে তুলতে এই কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে।
এছাড়া সকালে কাঞ্চনপুরের সেন্ট ফ্রান্সিস এসিস ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রভাতফেরি-র মধ্য দিয়েও বন্যপ্রাণী সপ্তাহের সূচনা করা হয়। শিক্ষার্থীরা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র, কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার কুনালজিৎ দেববর্মা সহ বন দপ্তরের কর্মীরা। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। স্থানীয় বন দপ্তরের উদ্যোগে এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও চলবে বলে জানানো হয়েছে।

