চন্দ্রপুরে ডিভাইডার দেওয়ায় যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আগরতলা মোটরস্ট্যান্ড থেকে পুরাতন আগরতলার চৌদ্দ দেবতা মন্দির ভায়া বলদাখাল যাওয়ার পথে চন্দ্রপুর এলাকায় রাস্তার মাঝখানে ডিভাইডার বসানোয় ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ডিভাইডারের কারণে আগরতলা থেকে চন্দ্রপুর হয়ে বলদাখাল ভায়া বাইপাস সড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

ফলে প্রতিদিনই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে, বিশেষত অফিস টাইমে ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করছে। স্থানীয়দের অভিযোগ, এই সিদ্ধান্তে সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী—সবাই বিপাকে পড়েছেন।

সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময়। স্থানীয়রা জানান, চন্দ্রপুর বাজার বা বলদাখাল এলাকায় যদি কখনো অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িও এই পথে প্রবেশ করতে পারবে না। এতে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে চন্দ্রপুর থেকে ডিভাইডার সরিয়ে নেওয়া হোক এবং পূর্বের মতো যান চলাচলের ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।