বিদেশি বিমানে সফর বন্ধ করুন: ‘স্বদেশি’ আহ্বানে প্রধানমন্ত্রীকে কেজরিওয়ালের তীব্র খোঁচা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বদেশি পণ্য কেনার’ আহ্বানকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল। এবার সরাসরি আক্রমণ করলেন আপ নেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্টে কেজরিওয়াল প্রশ্ন তুলেছেন, “আপনি প্রতিদিন যে বিদেশি বিমানে সফর করেন, সেগুলি কি আপনি ত্যাগ করবেন না? প্রতিদিন যে বিদেশি সামগ্রী ব্যবহার করেন, তা কি আপনি বন্ধ করবেন না?”

হিন্দিতে লেখা ওই পোস্টে কেজরিওয়াল আরও বলেন, “আপনি দেশের নাগরিকদের স্বদেশি পণ্য কেনার বার্তা দেন, অথচ নিজেই কি সেটা মানেন? চারটি আমেরিকান কোম্পানি এখনো ভারতে চালু — সেগুলি কি আপনি বন্ধ করবেন না? ট্রাম্প প্রতিদিন ভারতের অপমান করছেন, কিন্তু আপনি কি কোনও ব্যবস্থা নিচ্ছেন? দেশের মানুষ শুধু উপদেশ নয়, প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্যকর পদক্ষেপ আশা করেন।”

প্রসঙ্গত, রবিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে আহ্বান জানান, তাঁরা যেন আরও বেশি করে স্বদেশি পণ্য ব্যবহার করেন এবং বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমান। মোদী বলেন,“গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি কিনি।”

এই আহ্বান এমন সময়ে এসেছে, যখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশেষ করে আমেরিকা কর্তৃক উচ্চ হারে ট্যারিফ এবং H-1B ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্ত সেই সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করেছে।

এছাড়াও রবিবারই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ‘GST 2.0’ ব্যবস্থার সূচনা। সোমবার সকাল থেকে নতুন এই পরিকাঠামো কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় দুটি মূল করহার থাকবে — ৫ শতাংশ ও ১৮ শতাংশ। বিলাসবহুল ও ‘সিন’ পণ্যগুলিতে কর ধার্য হবে সর্বোচ্চ ৪০ শতাংশ।

নবরাত্রির প্রথম দিন এই ঘোষণাকে ‘GST সেভিংস ফেস্টিভাল’ বলে অভিহিত করে মোদী টুইটারে লেখেন, “এই নবরাত্রি বিশেষ হয়ে উঠুক আত্মনির্ভর ভারতের সংকল্পের দিকে একসঙ্গে এগিয়ে চলার মাধ্যমে।”

তবে মোদীর এই স্বদেশি বার্তা ও GST সংস্কারকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষ অব্যাহত। কেজরিওয়ালের এই টুইটের পর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন — সরকারের ‘স্বদেশি’ বার্তা আদৌ আন্তরিক, না কি শুধুই লোক দেখানো?