আগরতলা, ২২ সেপ্টেম্বর: উদয়পুর মাতাবাড়িতে প্রধানমন্ত্রীর সফরের দিন চরম বিশৃঙ্খলা সৃষ্টি করলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়। অভিযোগ, নিরাপত্তা বলয়ের মধ্যে ব্যারিকেড ভেঙে নিজের অনুগামীদের নিয়ে প্রবেশ করেন তিনি। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক ধরা পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঘটনাটি ঘটে আজ দুপুর নাগাদ, যখন প্রধানমন্ত্রী মন্দির চত্বরে পূজার্চনায় ব্যস্ত ছিলেন। ঠিক তখনই বিধায়ক অভিষেক দেবরায় ব্যারিকেড অমান্য করে বেশ কয়েকজন সমর্থককে নিয়ে প্রবেশ করেন নিরাপত্তা বলয়ের মধ্যে। উপস্থিত নিরাপত্তা আধিকারিকরা বারংবার নিষেধ করা সত্ত্বেও তিনি থামেননি বলে অভিযোগ। এমনকি, পুলিশ আধিকারিকদের বিধায়কের কাছে করজোড়ে অনুরোধ জানানোর ভিডিও সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলেছে। অবশ্য, প্রথমে নিরাপত্তা বলয় ভেঙ্গেছিলেন কাকড়াবন-শালগড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তিনিই প্রথম অনুগামীদের নিয়ে ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়েছিলেন। তাঁর পেছনে বিধায়ক অভিষেক দেবরায়ও অনুগামীদের নিয়ে রওয়ানা দিয়েছিলেন। পুলিশ জিতেন্দ্র মজুমদারকে আটকাতে ব্যর্থ হলেও অভিষেক দেবরায়কে থামাতে সক্ষম হয়েছিলেন।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরের সময় নির্ধারিত সুরক্ষা পদ্ধতি অনুযায়ী প্রতিটি পদক্ষেপ কড়া নজরদারিতে নেওয়া হয়। সেখানে এমন অনুপ্রবেশ একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি মারাত্মক নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত বহন করে। এদিনের ঘটনায় নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ বা জলকামান ব্যবহার থেকে বিরত থেকেছে। কারণ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। তবে, এই ঘটনার জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো পুলিশি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।
রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই তীব্র চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করতে পারে। যদি এসপিজি এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে, তাহলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী ধর্মীয় স্থান পরিদর্শনে গেলে আরও কড়াকড়ি বা জটিলতার সম্মুখীন হতে পারে সরকার। এই ঘটনায় অভিষেক দেবরায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্য প্রশাসন ও বিজেপি নেতৃত্বদের মধ্যে এদিনের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে।

