আগরতলা, ২১ সেপ্টেম্বর : মহালয়ার পূর্ণ তিথির আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে এবারের শারদ উৎসবকে বিশেষ করে তুলেছে অভয়নগর নিউস্টার ক্লাব। এবারের শারদ উৎসবের থিম হিসেবে ক্লাবটি বেছে নিয়েছে “বাচ্চাদের মোবাইল থেকে দূরে সরিয়ে খেলার মাঠে নিয়ে আসা” – যা বর্তমান সময়ে শিশুদের ডিজিটাল নির্ভরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে উদ্দীপ্ত।
এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আজ একটি “বসে আঁকো” প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি বয়সভিত্তিক বিভাগ রাখা হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশের বেশি শিশু অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় শিশুদের বয়স অনুযায়ী আঁকার বিষয়বস্তু করে দেওয়া হয়েছিল।
এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবের উদ্দেশ্য শিশুদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, প্রযুক্তি নির্ভর জীবনধারার বিরোধী সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে সৃজনশীল ও মননশীল ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ভূমিকা রাখা।

