গোলাঘাটিতে বিজেপির দুই গোষ্ঠীর রেষারেষি, সংঘর্ষে আহত মহিলা সহ একাধিক

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর : বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। বৃহস্পতিবার গভীর রাতে গোলাঘাটি কসবা এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। দলীয় কার্যালয়ের ভেতরেই দুই পক্ষ একে অপরের উপর বেধড়ক হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মহিলা সহ একাধিক ব্যক্তি আহত হন। আক্রান্তরা ইতিমধ্যেই বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, ভিকি সাহা, উৎপল সাহা, সুজয় সাহা সহ একাধিক বিজেপি কর্মী অপর গোষ্ঠীর মৃণাল সরকার ও তার বাবা, মা, কাকা, কাকিমার উপর চেয়ার-টেবিল নিয়ে হামলা চালান। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় দলীয় কার্যালয়।

অপরদিকে মৃণাল সরকার পক্ষের দাবি, তাদের উপর যে হামলা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও অভিযোগ করেন, মৃণাল সরকার ও তার পরিবার নেশাজাতীয় সামগ্রী বিক্রি করেন — এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের উস্কানি দিয়ে তাদের বাড়িতে আক্রমণ চালানো হয়েছে।

ঘটনার পর বিশালগড় থানায় উভয় গোষ্ঠীর পক্ষ থেকে মামলা ও পাল্টা মামলা দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গোটা এলাকায় বর্তমানে চাপে চাপে উত্তেজনা বিরাজ করছে।