‘অপারেশন সিন্দুর প্রমাণ করেছে ভারত নিজের ভাগ্য নিজেই গড়ে’ — প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘অপারেশন সিন্দুর’ প্রমাণ করেছে যে ভারত নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করে, এমনটাই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ জয়ে হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে, যুদ্ধের বীর সেনানীদের সম্মান জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

রাজনাথ সিং বলেন, পাহালগামে জঙ্গি হামলার ঘটনা এখনও আমাদের হৃদয়ে যন্ত্রণা সৃষ্টি করে। সেই কাপুরুষোচিত হামলা আমাদের কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু মনোবল ভাঙতে পারেনি। প্রধানমন্ত্রী মোদী প্রতিজ্ঞা করেছিলেন যে জঙ্গিদের এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারেনি।”

তিনি আরও বলেন, “অপারেশন সিন্দুর আমাদের শত্রুদের দেখিয়ে দিয়েছে আমরা কতটা শক্তিশালী। আমাদের সেনাদের সমন্বয় ও সাহস এই অভিযানে প্রতিফলিত হয়েছে। জয় এখন আমাদের জন্য ব্যতিক্রম নয় — **এটাই আমাদের অভ্যাস হয়ে উঠেছে**। আমাদের এই অভ্যাস ধরে রাখতে হবে।”

প্রতিরক্ষামন্ত্রী জানান,“সেনাবাহিনীর আধুনিকীকরণ, উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জামের উন্নতি— সবই এই উদ্দেশ্যেই যে আমাদের সেনারা কখনও কোনও সীমাবদ্ধতায় না পড়েন।”

তিনি জোর দিয়ে বলেন, কোনও যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই লড়া হয় না, জয় আসে পুরো জাতির সম্মিলিত সংকল্প থেকে।”