তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর : দুর্গাপূজা আসন্ন, আর তার আগেই অবৈধ শব্দবাজি মজুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। শুক্রবার বিশেষ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার করে প্রশাসন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অতিরিক্ত মহকুমা শাসক রূপানজন দাসের নেতৃত্বে প্রশাসনিক দলের সদস্যরা তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ী প্রবীর সাহার শান্তিনগরস্থ বাড়িতে হানা দেন। সেখানেই গোপনে মজুদ করে রাখা বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার হয়।
এই বিশেষ অভিযানে অতিরিক্ত মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন, ডি.সি.এম হরিপদ সরকার, ডি.সি.এম অঞ্জন কুমার দাস, ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার, ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে।
অতিরিক্ত মহকুমা শাসক রূপানজন দাস জানিয়েছেন, “প্রবীর সাহার বাড়ি থেকে উদ্ধারকৃত শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী তাঁকে নোটিশ প্রদান করা হয়েছে। একটি বাড়ির ভেতরে এত পরিমাণ শব্দবাজি মজুত রাখা দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, শুধুমাত্র শহর নয়, আগামী দিনগুলোতে মহকুমার বিভিন্ন বাজার এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে।

