সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গাঁজা পাচার বাণিজ্যে জড়িত থাকার অপরাধে দুই গাঁজা কারবারিকে গাঁজা পাচার মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সোনামুড়া স্পেশাল এনডিপিএস আদালত।
উল্লেখ্য, গত ১৬মে ২০২২ ইং তারিখে গোপন খবরের ভিত্তিতে থানা এলাকার এনসিনগর গ্রামের শাহজাহান মৈশান ও দেলোয়ার হোসেন নামের দুই গাঁজা কারবারিকে বাইক এবং গাঁজা সমেত আটক করে সোনামুড়া থানার পুলিশ। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেয় পুলি। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অনামিকা দত্ত। পরবর্তী সময়ে ১১ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণের পর সোনামুড়া স্পেশাল এনডিপিএস আদালতের বিচারক শংকরী দাস অভিযুক্ত শাহাজান মৈশন এবং দেলোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করেন এবং তাদের বিরুদ্ধে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল সাজা ঘোষণা করেন। উক্ত মামলার সরকার পক্ষের উকিল ছিলেন নারায়ন দেবনাথ।

