বম্বে হাইকোর্টে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি অভিযান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর: বম্বে হাইকোর্টের অফিসিয়াল ইমেইলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে শুক্রবার। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ এবং শুরু হয় তল্লাশি অভিযান।এই ঘটনার আগে দিল্লি ও বম্বে হাইকোর্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়।

এছাড়া সপ্তাহের শুরুতে, সোমবার গুজরাট হাইকোর্টেও একই ধরনের বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল ইমেইলে। সেখানেও তল্লাশি চালানো হয় এবং পরে পুলিশ জানায় সেটিও একটি ভুয়ো হুমকি ছিল। জুন মাস থেকে শুরু করে এটি ছিল গুজরাট হাইকোর্টে পাঠানো তৃতীয় ভুয়ো বোমার হুমকি।

পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা আদালত চত্বর চিরুনি তল্লাশি চলছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি।