আগরতলা, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে “সেবা পাক্ষিক” কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আজ ৬নং আগরতলা মন্ডলের ৮নং পুর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক’ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে সারা রাজ্যে স্বচ্ছ ভারত অভিযানের চলছে। আজ ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আজ ৬নং আগরতলা মন্ডলের ৮নং পুর ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়েছে।

