আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি দল। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে ওয়ার্ড অফিসে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে কর্পোরেটর রত্না দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ ওয়ার্ড অফিসে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই স্বার্থ শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি, স্বচ্ছ ভারত অভিযানের মত আরো বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

