প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায় চতুর্দশ দেবতা বাড়িতে পুজো দিলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায় চতুর্দশ দেবতা বাড়িতে পুজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর সাথে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী।

এদিন সাংবাদিকেদের মুখোমুখি হয়ে বলেন, গোটা ভারতবাসীর জন্য আজকে একটি গর্বের দিন। কারণ, নরেন্দ্র মোদির নেতৃত্বে দল ও সরকার সর্বদা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলি গুরুত্বের সাথে পালন করা হবে।

মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা পাক্ষিক’ অভিযানের অংশ হিসেবে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে স্বচ্ছতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।