নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতারা একযোগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর শাসনব্যবস্থা, নীতিনির্ধারণ এবং দেশের উন্নয়নে অবদানের প্রশংসা করেছেন। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে স্বাস্থ্য, কল্যাণ ও উন্নয়নমূলক কর্মসূচি শুরু হয়েছে এবং ‘সেবা পক্ষ’ উদযাপনের মধ্য দিয়ে মোদির অবদানকে কুর্নিশ জানানো হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মোদিকে “১.৪ বিলিয়ন ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রদীপধারক” এবং “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ” বলে আখ্যায়িত করে বলেন, “প্রধানমন্ত্রীর সংকল্প, সংবেদনশীল নেতৃত্ব এবং ‘রাষ্ট্র প্রথম’ নীতির প্রতি নিষ্ঠা নতুন ভারতকে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।” তিনি ‘নরেন্দ্র মোদি: এক সাধক, এক কর্মযোগী’ শীর্ষক একটি নিবন্ধও শেয়ার করেন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এক্স-এ পোস্ট করে মোদিকে বলেন “উন্নত ভারতের অগ্রদূত।” তিনি লেখেন, “আপনার জীবন ‘ন্যাশন ফার্স্ট’, অন্ত্যোদয়ের সংকল্প এবং আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির জীবন্ত প্রতিচ্ছবি।” তিনি জানান, দিল্লি সরকার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবা পক্ষ’ অভিযান শুরু করেছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেন, “দেশ ভাগ্যবান যে সঠিক সময়ে সঠিক নেতা পেয়েছে।” তিনি ‘সবকা সাথ, সবকা বিকাস’ নীতির প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রীর সংস্কারমূলক পদক্ষেপ বহু মানুষের জীবন স্পর্শ করেছে এবং অর্থপূর্ণ পরিবর্তন এনেছে।” তিনি মোদির জন্য সুস্বাস্থ্য, অশেষ শক্তি ও আরও বহু বছরের সেবামূলক জীবনের কামনা করেন।
অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণ লেখেন, “আপনার সাধারণ জীবনযাপন থেকে জাতির নেতৃত্ব দেওয়ার যাত্রা প্রতিটি ভারতীয়কে গর্বিত করে। আপনি আত্মনির্ভর ভারতের স্বপ্নে শুধু বিশ্বাসই করেন না, বরং প্রতিটি নাগরিককে এই নির্মাণে অংশগ্রহণে আহ্বান জানান।” তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও আপনি ভারতের স্বার্থ সুরক্ষিত করেছেন, গ্লোবাল সাউথ-এর কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং বিশ্বের মঞ্চে ভারতের মর্যাদা বাড়িয়েছেন।”
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জয়পুরে বিজেপির ‘সেবা পক্ষ’ কর্মসূচিতে অংশ নিয়ে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “স্বচ্ছ ভারত মিশন আজ এক গণআন্দোলনে পরিণত হয়েছে।” মুখ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে শহর ও গ্রামে সরকারের প্রকল্পগুলো পৌঁছে দেওয়া হবে এবং “শেষ সারির মানুষের কাছেও উন্নয়নের সুফল পৌঁছানো নিশ্চিত করা হবে।”
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মোদিকে “নতুন ভারতের রূপকার” বলে অভিহিত করে বলেন, “তাঁর যুগান্তকারী সিদ্ধান্ত ও দুরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।”
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মুম্বাইয়ে বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বেই ভারত আরও এগিয়ে যাবে।” তিনি গোয়া রাজ্য সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মারাং বুরু যেন সর্বদা তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করেন—এই প্রার্থনা করি।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এক্স-এ লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী থিরু নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমি তাঁর সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘ জীবনের কামনা করি।”
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এক্স-এ মোদিকে শুভেচ্ছা জানান। সিনহা বলেন, “আপনার নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি করছে। আপনার মানুষের প্রতি নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে।”
ওমর আবদুল্লাহ লেখেন, “প্রধানমন্ত্রী @narendramodi-জিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তিনি যেন সুস্থ ও দীর্ঘজীবী থেকে দেশ ও জনগণের সেবা করে যান, এই কামনা।”
মোদির জন্মদিন উপলক্ষে সারা দেশে নানান উন্নয়নমুখী কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা এই দিনটিকে জাতীয় উদযাপনের এক অনন্য মুহূর্তে পরিণত করেছে।

