নবম ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান শুরু ১৭ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে এক ঘণ্টার স্বেচ্ছাশ্রম কর্মসূচি

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকার সোমবার ঘোষণা করেছে যে নবম ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। এই অভিযান উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে “এক দিন, এক ঘণ্টা, একসাথে” শ্লোগানে নাগরিকদের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এবারের অভিযানের মূল লক্ষ্য দেশের শহর ও গ্রামীণ এলাকায় অবহেলিত ও নোংরা স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

এই অভিযান যৌথভাবে শুরু করেছে গৃহ ও নগর বিষয়ক মন্ত্রণালয় এবং জল শক্তি মন্ত্রকের অধীনস্থ পানীয় জল ও পয়ঃনিষ্কাশন বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল জানান, ২০২৪ সালের মতো এবারও পরিচ্ছন্নতা লক্ষ্য ইউনিট রূপান্তর অভিযান কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। গত বছর ৮ লক্ষের বেশি এমন স্থানকে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছিল। তিনি এদিন দিল্লির ভলসও ডাম্পিং সাইটের রূপান্তরের ঘোষণাও করেন, যার কাজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।

জল শক্তি মন্ত্রকের মন্ত্রী সি আর পাতিল এবারের এসএইচএস 2025-কে “স্বচ্ছোৎসব” বলে অভিহিত করেন এবং জানান, এই ক্যাম্পেইনে সিটিইউ রূপান্তর, সাফাইমিত্রদের কল্যাণ, প্লাস্টিক-মুক্ত গ্রাম এবং ওডিএফ প্লাস ঘোষণার ওপর জোর দেওয়া হবে। তিনি জানান, সুরত ও নওসারি জেলার সাফাই কর্মী ও তাঁদের পরিবারের জন্য ৮–১০ কোটি টাকার ‘সাফাইমিত্র সুরক্ষা তহবিল’ গঠিত হয়েছে।

এসএইচএস 2025 পাঁচটি প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে পরিচালিত হবে—অবহেলিত স্থান পরিষ্কারকরণ, সর্বজনীন স্থানের পরিচ্ছন্নতা, সাফাইমিত্র সুরক্ষা শিবির, পরিবেশবান্ধব উৎসব উদযাপন এবং ওডিএফ প্লাস ও ‘স্বচ্ছ সুজল গ্রাম’ প্রচারের জন্য সচেতনতামূলক কর্মসূচি। অভিযানের আগে কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় প্রশাসনের মধ্যে একাধিক প্রস্তুতিমূলক বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান সর্বপ্রথম শুরু হয় ১৫ সেপ্টেম্বর ২০১৭ থেকে ২ অক্টোবর ২০১৭ পর্যন্ত, যার লক্ষ্য ছিল দেশজুড়ে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা আন্দোলনকে এক জনআন্দোলনে পরিণত করা। এবারের অভিযানেও তেমনই বৃহত্তর নাগরিক সম্পৃক্ততার আশা করছে কেন্দ্র।