৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট বোঝাই গাড়ি আটক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : গতকাল রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত জলেবাসা নাকা পয়েন্ট থেকে প্রায় ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করল পানিসাগর থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই পাচারকারীরা ধর্মনগর-কৈলাশহর জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে আসছিল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানায় খবর আসে জলেবাসা রাস্তা হয়ে অবৈধ সিগারেট পাচার হবে। সেই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান। এ সময় একটি বলেরো পিকআপ ভ্যান আটক করে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। ৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট বোঝাই গাড়ি আটক করে পানিসাগর থানার পুলিশ। সাথে এক যুবককে আটক করা হয়েছে।

আরও জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সে মিজোরাম থেকে এই সিগারেটগুলো নিয়ে এসেছিল।