পরিষ্কারের নাম করে স্বর্ণের গয়না নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লো এক প্রতারক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: পরিষ্কারের নাম করে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিতে গিয়ে অবশেষে জনতার হাতে ধরা পড়লো এক প্রতারক। ঘটনার কেন্দ্রবিন্দুতে বিশালগড় রাঙাপানিয়া এলাকার বাসিন্দা শুভেন্দু সিংহের বাড়ি। অভিযুক্ত ব্যক্তি নিজেকে গয়না পরিষ্কারের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং সেই সুযোগে স্বর্ণের গয়না নিয়ে পালানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে স্বর্ণালঙ্কার পরিষ্কারের নাম করে বিশ্বাস অর্জনের চেষ্টা করছিল। শুভেন্দু সিংহের বাড়িতেও সে একই কৌশলে প্রবেশ করে এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার সংগ্রহ করে সেগুলো “পরিষ্কারের” জন্য নিয়ে যাওয়ার অজুহাত দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় তার গতিবিধি দেখে।

পরে এলাকাবাসীরা মিলে তাকে আটক করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে সে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও অবশেষে তার মিথ্যা ধরা পড়ে যায়। উত্তেজিত জনতা এরপর অভিযুক্তকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।