চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটির প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মণিপুরের চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটির একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন। সহিংসতা-কবলিত এই অঞ্চলে পৌঁছে মোদী বলেন, “মণিপুরের মাটি সাহস ও বীরত্বের প্রতীক। আপনারা যে ভালোবাসা ও দেশপ্রেম দেখিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখব।” এদিন প্রবল বৃষ্টির কারণে তাঁর হেলিকপ্টার অবতরণ না করতে পারায় তিনি সড়কপথে চূড়াচাঁদপুর পৌঁছান। পথে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে হেলিকপ্টার চলেনি, তাই এই দৃশ্যগুলো আমি দেখতে পেরেছি। যুবক-প্রবীণ—সকলেই তেরঙা হাতে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন, তা স্মরণীয়।”

প্রধানমন্ত্রী এই সফরে রাজ্যে চলমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষিতে শান্তির আহ্বান জানান। তিনি বলেন, “আমি মণিপুরের সমস্ত সংগঠনকে অনুরোধ করছি—শান্তির পথে আসুন। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

চূড়াচাঁদপুরে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির শিলান্যাস করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মণিপুর আরবান রোডস, ড্রেনেজ ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রকল্প (৩,৬০০ কোটি), পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প (২,৫০০ কোটি), মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট প্রকল্প এবং রাজ্যের নয়টি জায়গায় কর্মরত মহিলাদের জন্য হোস্টেল নির্মাণ।

রেল ও বিমান পরিকাঠামো উন্নয়নের দিকেও জোর দিয়েছেন মোদী। তিনি জানান, ২২,০০০ কোটির জিরিবাম-ইম্ফল রেললাইন প্রকল্পের মাধ্যমে ইম্ফল শীঘ্রই জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। একইসঙ্গে ৪০০ কোটিতে নির্মিত নতুন ইম্ফল বিমানবন্দর রাজ্যের বিমান যোগাযোগে নতুন উচ্চতা দিচ্ছে বলে জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী চূড়াচাঁদপুরে সহিংসতায় বাস্তুচ্যুত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের দুর্ভোগ সম্পর্কে অবগত হন। এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী শান্তি ও উন্নয়নের বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।