আগরতলা, ১৩ সেপ্টেম্বর: তেলিয়ামুড়াতে আরক্ষা প্রশাসনের ব্যবস্থাপনায় পুর পরিষদ সহ বিভিন্ন স্তরের পূজা উদ্যোক্তা এবং অন্যান্য বিশিষ্টজনেদের উপস্থিতিতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রাক পূজা প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং সাধারণ প্রশাসনের তরফ থেকে পূজাকে সুন্দর এবং নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন নিয়ম নীতি গুলো’কে সামনে রেখে আলোচনা তুলে ধরা হয়। এর পাশাপাশি এই পুজোকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন স্তরের পূজা উদ্যোক্তারাও নিজেদের মতো করে আলোচনা-পর্যালোচনা তুলে ধরেন।
বৈঠক সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে সকলকেই আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পৌর পিতা রূপক সরকার। তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে’কে পাশে রেখে রূপক সরকার আশাব্যাক্ত করেছেন অন্যান্য বারের মতো ঐতিহ্য অনুযায়ী এবারও তেলিয়ামুড়া’তে সকলের সদর্থক সহযোগিতায় শারদোৎসব মহাসারম্বরে সম্পন্ন হবে।

