রহস্যজনকভাবে মৃত্যু বিএসএফ জওয়ানের, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। তিনি সাব্রুমের চিতাবাড়ি ক্যাম্পে নিয়োজিত ছিলেন। বর্তমানে মৃতদেহ সাব্রুম হাসপাতালে মর্গে রয়েছে।

জানা গেছে, সকালে ক্যাম্পে শৌচাগার থেকে ফিরে এসে মাটিতে পড়ে যায় বিএসএফের ১২১ নম্বর বাহিনীর জওয়ান লালু মুর্মু। অন্য জওয়ানরা প্রাথমিক চিকিৎসা করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসাক প্রীতম দাস তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত জওয়ানের বাড়ি উড়িষ্যায়। তিনি সাব্রুমের চিতাবাড়ি ক্যাম্পে নিয়োজিত ছিলেন।

তবে, সাব্রুম হাসপাতালের তরফ থেকে এবিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মৃতদেহ সাব্রুম হাসপাতালে মর্গে রয়েছে।