আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ৫ লক্ষ টাকার বাজেট নিয়ে এবার শারদ উৎসব করতে চলেছেন মধ্য কাশিপুর ফরওয়ার্ড ক্লাব। এবার পুজোয় অরুনাচল প্রদেশের তামাং বুদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণ করছেন।
শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক জানান, প্রতিমা শিল্পী ও মন্ডপ শয্যায় থাকছেন রাজ্যের শিল্পীরা। পূজোর দিনগুলোতে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। তাছাড়াও প্রত্যেক বছরের ন্যায় এই বছর ও এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই এলাকায় পুজোর চাঁদা নিয়ে কোনরকম বচসার সৃষ্টি হয় না।
প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দর্শনার্থীদের বিড় লক্ষ্য করা যাবে বলে জানান তিনি।

