অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড

ব্রাসিলিয়া, ১২ সেপ্টেম্বর : অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে সুপ্রিম ফেডারেল কোর্ট। বৃহস্পতিবার এই রায়ে চারজন বিচারপতি দোষী সাব্যস্ত করেন, যেখানে মোট পাঁচজন বিচারপতির মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।

চূড়ান্ত রায়ে বিচারপতি কারমেন লুসিয়া এবং ক্রিস্টিয়ানো জানিন দোষী রায় দেন। এর আগে বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরাস এবং ফ্লাভিও দিনো মঙ্গলবার বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন। একমাত্র বিচারপতি লুইজ ফুক্স তাঁকে নির্দোষ বলে মত দেন।

সুপ্রিম ফেডারেল কোর্ট গত ২ সেপ্টেম্বর এই মামলার শুনানি শুরু করে। বলসোনারোর বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে — কুপচেষ্টা, গণতান্ত্রিক শাসন কাঠামো উচ্ছেদের চেষ্টা, সশস্ত্র অপরাধচক্রে অংশগ্রহণ, সরকারি সম্পত্তিতে গুরুতর ক্ষতি এবং ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপনার ক্ষয় সাধন।

বর্তমানে ৭০ বছর বয়সী বলসোনারো গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ ১১ বিচারপতির বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন।

তবে বিচার প্রক্রিয়ার শেষ পর্যায়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন না। বলসোনারো আগে থেকেই দাবি করে আসছিলেন, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর অংশগ্রহণ ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও তিনি ইতিমধ্যেই একটি পৃথক মামলায় সরকারিভাবে পদে থাকার অযোগ্য ঘোষণা হয়েছেন।

এই রায়ের পর যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর সমর্থনে মুখ খুলেছেন। তিনি বলেন, “এটা আমার সঙ্গে যা হয়েছে, তার মতোই। তবে তারা আমার ক্ষেত্রে সফল হতে পারেনি।” বলসোনারোর বিচারের প্রতিক্রিয়ায় ট্রাম্প ব্রাজিলীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপেরও হুমকি দেন।

এদিকে, এই রায় ব্রাজিলের রাজনৈতিক পরিসরে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলসোনারোর সমর্থক মহলে এই সিদ্ধান্ত ঘিরে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।