প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত রাজ্য কার্যালয়ে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিএম রাজ্য নেতৃত্বরা। বাম নেতারা প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন, প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস উপলক্ষ্যে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসুচি গৃহীত হয়েছে। সিপিআইএম এর মধ্যে তিনিই একমাত্র সম্পাদক যিনি দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি আরো বলেন, সীতারাম ইয়েচুরির ভাবধারাকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। তিনি তেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের জন্য কাজ করতে চেয়েছিলেন, সেভাবেই বিজেপি আরএসএস – র এই ফ্যাসিস্ট সুলভ মনোভাব থেকে দেশকে রক্ষা করতে হবে।

এদিকে প্রয়াত সীতারাম ইয়েচুরীর প্রথম প্রয়ান বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্টির ডুকলি মহকুমা কমিটির উদ্যোগেও। পার্টির মহকুমার হলঘরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুন দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী সহ অন্যান্যরা।