আগরতলা, ১১ সেপ্টেম্বর : সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজ।
আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, সচিবালয়ে কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এদিন দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

