কুমারঘাট, ১১ সেপ্টেম্বর: ৭৬তম কুমারঘাট মহকুমা ও ঊনকোটি জেলা ভিত্তিক বনমোহৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাক্ষী রেখে আজ কুমারঘাট নগর বনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রায় ১ কোটি ৮৯ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে গড়ে ওঠা এই নগর বনের উদ্বোধনের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বন শহীদ দিবস।
অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাতে চারা রোপণ ও গাছে জল দেওয়ার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, মহকুমা শাসক এন.এস. চাকমা, মহকুমা বন আধিকারিক অমিত দে-সহ তিন রেঞ্জার ঝুমুর চন্দ, সুজিত চাকমা ও এল. হালাম। পাশাপাশি বন দপ্তরের ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সমাজসেবীরাও অনুষ্ঠানে যোগ দেন।
এদিনের অনুষ্ঠানে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ১ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। এছাড়া পাঁচটি গ্রুপের মোট ৩০ জন প্রতিযোগীর হাতে স্মারক ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে জানান, প্রায় ৪০ হেক্টর জমি জুড়ে কুমারঘাট নগর বনের পথ চলা শুরু হল। এই নগর বনের সৌন্দর্য ও গরিমা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা নগর বনের চারপাশ ঘুরে দেখেন। প্রথম দিন থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

