৪৩ মাইল এলাকার গ্রামবাসীদের সরকারি সুযোগ সুবিধা প্রদান করেন মন্ত্রী বিকাশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর : ত্রিপুরার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা ও সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। অথচ দীর্ঘ ৩৫ বছরের সিপিআইএম ও কংগ্রেস শাসনে সাধারণ মানুষ বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকার অধিবাসীরা এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু বর্তমান বিজেপি সরকারের প্রশাসনিক উদ্যোগে সেই চিত্র বদলাতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকারের একাধিক প্রকল্প আজ জনজাতি অধ্যুষিত এলাকার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লকের ১৮ মুড়া পাহাড় সংলগ্ন ৪৩ মাইল এলাকার গ্রামবাসীরা পেলেন বহুল প্রতীক্ষিত সরকারি সুযোগ-সুবিধা। এই এলাকা এতদিন উন্নয়নের আলো থেকে বঞ্চিত ছিল।

অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো ন্যূনতম প্রয়োজন নিয়েও সংগ্রাম করতে হতো এখানকার মানুষদের। যোগ্য হয়েও দীর্ঘদিন তাদের ভাগ্যে জোটেনি বিপিএল কিংবা অন্ত্যোদয় রেশন কার্ড, বরং সীমিত আয়ের মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছিল এপিএল কার্ড। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই চিত্র পাল্টেছে। যোগ্যতার ভিত্তিতে রেশন কার্ড প্রদান শুরু হয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে পিজি রেশন কার্ড, পি আর টি সি, এস টি সার্টিফিকেট সংগ্রহ করে আঠারোমুড়া ভিলেজ কার্যালয়ে পৌঁছে দেন সুবিধাভোগীদের হাতে। কারণ অর্থনৈতিক অসুবিধার কারণে এলাকার মানুষজন নিজেরাই মহকুমা কার্যালয় থেকে এই কাগজপত্র সংগ্রহ করতে পারছিলেন না।

এলাকার জুমিয়া পরিবারের সদস্য তুলারাম রিয়াং জানান, ‘‘বিগত শাসনে নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছি, মিছিলে অংশ নিয়েছি, তবুও বিপিএল বা অন্ত্যোদয় কার্ডের স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আজ বিজেপি সরকারের উদ্যোগে পিজি রেশন কার্ড হাতে পেয়ে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।’’
মন্ত্রী বিকাশ দেববর্মা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘বর্তমান রাজ্য সরকার প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি প্রকল্প পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায় অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যা অতীতের সরকারগুলির প্রশাসনিক ব্যর্থতার কারণে সম্ভব হয়নি।’’তিনি আরও যোগ করেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় জনমুখী প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এর সুফল পাচ্ছেন সেই সমস্ত মানুষ, যারা দীর্ঘদিন অবহেলিত ও বঞ্চিত ছিলেন।

এইভাবে জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত
অঞ্চলে সরকারের কার্যকর উদ্যোগ শুধু মানুষের জীবনমান উন্নয়নে সাহায্য করছে না, পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে।