আগরতলা, ১১ সেপ্টেম্বর : সাত সকালে পুকুর থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কমলপুরে। বৃহস্পতিবার সকালে মহাবীর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় দিগ্বিজয় গোয়ালার পুকুর থেকে ফুলচান গৌড় (৩৯)-এর মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ফুলচান গৌড় ঈশ্বর গৌড়ের পুত্র এবং বিবাহিত হলেও তাঁর কোনো সন্তান ছিল না। তিনি দীর্ঘদিন ধরেই মদ্যপানে আসক্ত ছিলেন। গ্রামের বাসিন্দাদের অনুমান, মদ্যপ অবস্থায় পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি জলে পড়ে যান এবং আর উঠে আসতে পারেননি।
পুকুর মালিক দিগ্বিজয় গোয়ালা জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন। এরপর স্থানীয়রা এসে মৃতদেহটি ফুলচান গৌড়ের বলে শনাক্ত করেন। খবর দেওয়া হয় কমলপুর থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। জানা গেছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ফুলচান গৌড়। তবে তাঁর কোনো শত্রু নেই বলেই গ্রামবাসীরা জানিয়েছেন। মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেন। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।

