নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:
বাঙালীদের অস্তিত্ব, অধিকার রক্ষা করতে ও ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে সিপিএমকে চিহ্নিত আখ্যায়িত করে রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা বাঙালী দল দাবী সনদ পেশ করেছে।
ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার বাঙালীদের অস্তিত্ব, অধিকার রক্ষাকরতে ও ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদের মদতদাতা সিপিএম কে চিহ্নিত করতে রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা বাঙালী দলের পক্ষ দাবি সনদ পেশ করা হয়েছে। শাসক বিজেপি দল তা পূরণ করে তাদের সদিচ্ছার প্রমাণ দেবে বলে আশা ব্যক্ত করেছে আমরা বাঙালি দল। নতুবা সন্ত্রাসবাদ ও ত্রিপুরার উগ্রপন্থী নিয়ে তাদের বর্তমান বক্তব্য বাঙালীদের প্রতি প্রতারণার সামিলই হবে।
তাদের দাবি গুলি হল ,হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে ৮০র জুনের গণহত্যায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।৮০র জুন থেকে এপর্যন্ত উগ্রবাদী হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালীদের পরিবার প্রতি ২ কোটি টাকা, জমি ও নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

