শিলাছড়ি, ৭ সেপ্টেম্বর – গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলাছড়ি থানার পুলিশ শনিবার আইল মারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে সন্দেহজনক অবস্থায় আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা প্রথমে নিজেদের ভারতীয় নাগরিক দাবি করে এবং ভারতীয় পরিচয়ের ভুয়ো নথি প্রদর্শন করে। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের বাসিন্দা এবং দালালের সহায়তায় অবৈধভাবে শিলাছড়ি সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করেছে। তাদের দাবি, চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে এসেছে।
পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের মধ্যে দুইজনকে ইতিমধ্যেই পুশব্যাক করা হয়েছে। অন্য একজনকে নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার পেছনে দালাল চক্রের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

