মুম্বাই, ৭ সেপ্টেম্বর : অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় লুক-আউট সার্কুলার জারি করেছে মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং।
সূত্রের খবর, এই দম্পতির বিরুদ্ধে তদন্তে নেমেছে ইডব্লিউও এবং ইতিমধ্যে অভিবাসন দফতরের সঙ্গে প্রয়োজনীয় আইনি নথিপত্র শেয়ার করেছে তারা। এর ফলে, বিদেশে পালিয়ে যাওয়া রোধ করতেই এই লুক-আউট সার্কুলার জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আগামী সপ্তাহে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হতে পারে।
এই মামলায় কী ধরনের প্রতারণা হয়েছে এবং তাদের ভূমিকা কতটা, তা খতিয়ে দেখছে ইডব্লিউও। এর আগে এই মামলায় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

