নাগাল্যান্ডে বড় রাজনৈতিক পালাবদল: এনপিএফ-এর আহ্বান, মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-কে দলে ফিরে আসার অনুরোধ

কোহিমা, ৭ সেপ্টেম্বর: উত্তর-পূর্ব ভারতের প্রাচীনতম আঞ্চলিক রাজনৈতিক দল নাগা পিপলস ফ্রন্ট মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-কে দলীয় নেতৃত্বে ফিরে আসার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। গতকাল কোহিমায় দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল-এর বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে এনপিএফ-এর সাধারণ সম্পাদক ও বিধায়ক আচুমবেনো কিকন জানান, সিইসি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে মুখ্যমন্ত্রী রিও যেন আবার এনপিএফ-এ যোগ দেন এবং দলের নেতৃত্ব গ্রহণ করেন। কিকন আরও বলেন, “রিও এখনও আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। তাঁর প্রত্যাবর্তন জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা দেবে।”

উল্লেখ্য, নেইফিউ রিও ২০১৭ সালে এনপিএফ ছেড়ে বর্তমান শাসক দল ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি -তে যোগ দেন। বর্তমানে এনডিপিপি-র ৩২ জন বিধায়ক থাকলেও এনপিএফ-এর মাত্র ২ জন বিধায়ক রয়েছেন।

এনপিএফ সভাপতি আপং পংগেনার নিজের আগের মন্তব্য পুনরায় তুলে ধরে বলেন, “মুখ্যমন্ত্রী রিও যদি ফিরে আসেন, আমি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। আমি তাঁকে পূর্ণ সমর্থন জানাবো দলের নেতৃত্ব গ্রহণ ও সরকার গঠনে।”

সিইসি-র তরফে প্রাক্তন ও বর্তমান সকল বিধায়ক, দুই সংসদ সদস্য এবং ৬০ জন বিধায়ককে এনপিএফ-এর পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক মহলে জল্পনা চলছে, এনডিপিপি ও এনপিএফ-এর মধ্যে সম্ভাব্য একত্রীকরণের পথেই কি এগোচ্ছে নাগাল্যান্ড? সময়ই দেবে উত্তর।