শিমলা/কিন্নৌর, ৬ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশে টানা বর্ষণের জেরে ভয়াবহ ভূমিধস ঘটেছে। কিন্নৌর জেলার নাথপা বাঁধের কাছে জাতীয় সড়ক-৫ (এনএইচ-৫) এ বিশাল শিলাখণ্ড ও ধ্বংসস্তূপ নেমে আসে। ঘটনায় জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় এবং নাথপা ঝাকরি জলবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রমও বিপদের মুখে পড়ে। এটি দেশের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। ধসের ভিডিওতে দেখা গেছে পাহাড়ি অঞ্চল থেকে বিশাল পাথর ধসে বাঁধ এলাকায় আছড়ে পড়ছে।
স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসডিএমএ)-র তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় এখন পর্যন্ত হিমাচলে প্রাণ হারিয়েছেন ৩৫৫ জন। এর মধ্যে ১৯৪ জনের মৃত্যু হয়েছে ভূমিধস, আকস্মিক বন্যা, বজ্রপাত, ডুবে যাওয়া প্রভৃতি কারণে। এছাড়া সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ১৬১ জনের।
গত কয়েকদিন ধরে একাধিক ভূমিধসের ঘটনায় এনএইচ-৫ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ৩০ আগস্ট টানা বৃষ্টিতে মহাসড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে রেকং পেও-সহ উপরের কিন্নৌরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরদিন নিগুলসারি ও নাথপায় নতুন ধস নামায় বিকল্প পথও বন্ধ হয়ে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থগিত থাকে। ২ সেপ্টেম্বর ওয়াংটু এলাকায় ধসে পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে সৌভাগ্যবশত চালকেরা অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হন।
ভারি বৃষ্টিপাতের কারণে ধ্বংসস্তূপ সরাতে প্রশাসনের তৎপরতা সত্ত্বেও রাস্তা পরিষ্কার করতে সময় লাগছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের বিকল্প রুট ব্যবহার ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

