আগরতলা, ৬ সেপ্টেম্বর : নাগরিকত্ব গ্রহণের সময়সীমা বাড়ানোর তীব্র বিরোধিতা করে তিপরা মথা। আজ সাংবাদিক সম্মেলনে মথার বিধায়ক রঞ্জিত দের্ববমা বলেন, কখনো নাগরিক সংশোধনী আইন অর্থাৎ সিএএ-কে সমর্থন করবে না তিপরা মথা। পাশাপাশি এদিন তিনি, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তিপরা মথা।
এদিন তিনি বলেন, দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশন ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারছে না। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। জোট শরিকে থেকেও যদি জনগণের কাজে না আসা জোএ শরিকে থেকেও লাভ নেই। তাঁর দাবি, গ্রাম কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না হওয়ায় ত্রিপুরার জনজাতি জনগণ প্রশাসনিকভাবে উপেক্ষিত হয়ে পড়েছেন এবং তাঁদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।
তাঁর কথায়, অন্তিমবার ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী ত্রিপুরায় ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ২৭ ফেব্রুয়ারী রাজ্য নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা দিয়েছিল। প্রথা অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু, ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্বেও ত্রিপুরায় আজ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে ভিলেজ কমিটির মেয়াদ সমাপ্ত হয়েছে। ওই সময় করোনার প্রকোপ সহ বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়া সত্বেও নির্বাচন নিয়ে ত্রিপুরা সরকার রা করছিল না। ভিলেজ কমিটির নির্বাচনের দাবি জানিয়ে শেষে ত্রিপুরা হাই কোর্টে মামলা হয়েছিল এবং আদালত ছয় মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশও দিয়েছিল। তা সত্বেও কোন হেলদোল দেখা যায়নি। ফলে, মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।
এদিন তিনি আরও বলেন, পরর্বতী সময়ে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ গ্রাম কমিটি নির্বাচনের বিলম্ব নিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট ত্রিপুরায় ভিলেজ কমিটির নির্বাচনে বিলম্বের কারণ জানতে চেয়ে নোটিশ জারি করেছে। প্রদ্যোতের এই পদক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মথার নেতৃত্বরা। আগামী কিছুদিনের মধ্যেই ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, বলে আশাবাদী তিনি। কিন্তু নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে বিজেপির সঙ্গে জোটে যাওয়া নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন। তবে নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তিপরা মথা এমনটাই দাবি করেন তিনি।

