নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর ব্রিকস-এর ভার্চুয়াল সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৈঠকের মূল এজেন্ডা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও বাণিজ্যসংক্রান্ত টানাপোড়েন মোকাবিলায় একটি অভিন্ন অবস্থান তৈরি করা।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই বৈঠক আহ্বান করেছেন। বর্তমানে ব্রাজিলই ব্রিকস-এর চেয়ার দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, “৮ সেপ্টেম্বর ব্রিকস ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে এতে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এটি নেতাদের স্তরের বৈঠক।”
সূত্রের খবর, ওয়াশিংটন যে ক্রমশ ব্রিকস-এর এজেন্ডা নিয়ে সন্দিহান হয়ে উঠছে, সেটি মাথায় রেখেই নয়াদিল্লি জয়শঙ্করকে মনোনীত করেছে। বিশ্লেষকদের মতে, এটি ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল।
গত ৭ আগস্ট ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, আমেরিকা সম্প্রতি ব্রাজিলের রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে, যা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। ফলে এই বিষয়টি ভার্চুয়াল বৈঠকে আলোচনায় আসবে বলেই ধারণা।
ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হলেও ২০২৪ সালে এতে যোগ দেয় মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৫ সালে ইন্দোনেশিয়াও যুক্ত হয়। বর্তমানে প্রায় ৪৯.৫% বৈশ্বিক জনসংখ্যা, ৪০% বৈশ্বিক জিডিপি এবং ২৬% বৈশ্বিক বাণিজ্যের প্রতিনিধিত্ব করছে এই জোট।
ট্রাম্প প্রশাসন একাধিকবার ব্রিকস-কে সতর্ক করেছে, বিশেষ করে তথাকথিত “ডি-ডলারাইজেশন” প্রচেষ্টা নিয়ে। ফলে সোমবারের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

