মরিশাসের প্রধানমন্ত্রী নভিনচন্দ্র রামগুলাম ৯-১৬ সেপ্টেম্বর ভারত সফরে

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : মরিশাসের প্রধানমন্ত্রী নভিনচন্দ্র রামগুলাম আগামী ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, রামগুলামের বর্তমান মেয়াদে এটিই হবে তাঁর প্রথম বিদেশি দ্বিপাক্ষিক সফর। সফরকালে তিনি দিল্লি ছাড়াও মুম্বই, বারাণসী, অযোধ্যা ও তিরুপতি সফর করবেন।

অস্ট্রেলিয়ায় ভারতীয়দের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ৩১শে আগস্ট অস্ট্রেলিয়ার একাধিক শহরে অভিবাসীবিরোধী বিক্ষোভ হয়েছে। ভারতীয় হাইকমিশনার ও কনসাল জেনারেলরা এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ান সরকার ও বিরোধী দলের একাধিক নেতা অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিচয়কে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন। ভারত সরকার বিদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট নিয়ে প্রশ্নে মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই। কুয়াড সম্মেলন প্রসঙ্গে তিনি জানান, চার দেশের কূটনৈতিক পরামর্শের ভিত্তিতে নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর মন্তব্য প্রসঙ্গে জয়সওয়াল বলেন, তাঁর বক্তব্য ভুল ও বিভ্রান্তিকর। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে বহুমাত্রিক স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ঘনিষ্ঠ মানুষে-মানুষে সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে। বর্তমানে আলাস্কায় ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে। উভয় নেতা সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ও স্থিতিশীলতার প্রশংসা করেছেন।

ইউক্রেন প্রসঙ্গে মুখপাত্র বলেন, শান্তি প্রতিষ্ঠার সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে ভারত স্বাগত জানাচ্ছে এবং সকল পক্ষকে গঠনমূলকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। ভারত দ্রুত সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি চায়।

তিনি জানান, ব্রিকস সম্মেলন ব্রাজিলের আহ্বানে ৮ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, যেখানে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। আফগানিস্তান প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারত আফগান জনগণের উন্নয়ন ও আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে বন্যার তথ্য বিনিময় নিয়মিত চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। এটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভাগাভাগি করা হচ্ছে।