স্ত্রীর নির্যাতনে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: পারিবারিক ঝামেলার জেরে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামীর। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা নাগাদ সিপাহীজলা এসপি অফিস সংলগ্ন নলজলা আগরতলা সাব্রুম রেলপথে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার সন্ধ্যা নাগাদ নলজলা এলাকার দিনমজুর গরু ব্যবসায়ী জামাল হোসেন কোন এক বিষয়কে কেন্দ্র করে স্ত্রীর সাথে প্রতিনিয়ত সাংসারিক ঝামেলা হয়। ঝামেলা মাত্রাটা শনিবার দিন এতটাই বেড়ে যায় হঠাৎ করে জামাল হোসেন স্ত্রীর সাথে ঝগড়া করে আগরতলা থেকে সাব্রুমগামী রেলের নিচে ঝাঁপ দেয়। রেলের নিচে পড়া মাত্রই জামাল হোসেনের শরীর বিভিন্ন অঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই স্থানীয়রা ঘটনাটি দেখতে পায় খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি থানার পুলিশ সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ। জামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে কটনস্থলে ছুটে আসে তার ছোট ভাই সহ পরিবারের সদস্যরা।

মৃত জামাল হোসেনের ভাইয়ের অভিযোগ তার জামাল হোসেনের উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার করতেন তার বড় ভাইয়ের স্ত্রী। স্থির নির্যাতন সহ্য করতে না পেরে রেলের নিচে চাপ দিয়ে আত্মঘাতী করলো স্বামী। এই মৃত্যুর একমাত্র দায়ী জামাল হোসেনের স্ত্রী। এদিকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রেল রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জামাল হোসেনের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ সেই বিষয়টি একটি মামলা হাতে নিয়েছে। জামাল হোসেনের মৃত্যুতে ননজলা এসপি অফিস সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।