নাগাল্যান্ডে ১.২৯ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

কোহিমা, ৬ সেপ্টেম্বর : নাগাল্যান্ডে পাচার রুখতে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আসাম রাইফেলস ও নাগাল্যান্ড পুলিশের যৌথ অভিযানে ১.২৯ কোটি টাকার বিদেশি উৎপত্তির সিগারেট বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার পেরেন জেলার তেনিং এলাকায় একটি ট্রাক আটক করে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে বিপুল পরিমাণ বিদেশি উৎপত্তির সিগারেট পাওয়া যায়।

পুলিশের দাবি, আটক করা সিগারেটগুলো কোনো বৈধ নথি ছাড়াই রাজ্যে আনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে চোরাপথে এগুলো আনা হয়েছিল এবং অবৈধভাবে নাগাল্যান্ড ও আশপাশের রাজ্যে বিতরণের পরিকল্পনা ছিল।

এই জব্দকরণ অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে একদিকে যেমন ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত হলো, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরাও সমান প্রতিযোগিতার সুযোগ পাবেন।

নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদার হওয়ায় রাজ্যে চোরাচালান চক্রের কার্যকলাপ নিয়ে আরও তদন্ত চলছে।