মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তি, জিএসটি সংস্কারে জিডিপি বাড়বে ২০ লাখ কোটি: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আনা পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার মধ্যবিত্ত পরিবারের জন্য এক বড় স্বস্তি এবং মূল্যবান উপহার।

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই জিএসটি সংস্কার দেশের অর্থনীতিতে বড় উত্থান আনবে। তাঁর দাবি, প্রায় ২০ লাখ কোটি টাকা জিডিপিতে যুক্ত হবে, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

মন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের আগে সাধারণ মানুষ জটিল কর ব্যবস্থার ফাঁদে আটকে ছিলেন, ফলে মধ্যবিত্ত পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখন জিএসটি সংস্কারের মাধ্যমে সেই ব্যবস্থা সহজ ও স্থিতিশীল হয়েছে।