আগরতলা, ৫ সেপ্টেম্বর: পশ্চিম আগরতলা থানার তৎপরতায় উদ্ধার হলো হারানো ২৮টি মোবাইল ফোন। শুক্রবার এক অনুষ্ঠানে ওই মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ আধিকারিকরা। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ফোনগুলি ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন মালিকেরা।
জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানান, বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল হারানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। এর মধ্যে অন্তত ১২টি মোবাইল সিইআইআর নামক সরকারি পোর্টালের মাধ্যমে ব্লক করা হয়েছিল। পরে সেগুলি ট্র্যাক করে উদ্ধার সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সিইআইআর পোর্টালের মাধ্যমে কোনো মোবাইল হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে ব্লক করা যায়। একইসঙ্গে ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি নিরাপদ রাখা যায় এবং প্রয়োজনে মোবাইলের অবস্থানও শনাক্ত করা যায়।
হারানো মোবাইল ফেরত পেয়ে সাধারণ মানুষ জেলা পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

