দি আর্ট অফ লিভিং- র উদ্দ্যেগে কলসী এডিসি ভিলেজে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দি আর্ট অফ লিভিং প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলসী এডিসি ভিলেজে আর্ট অফ লিভিং এর উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আগরতলার আই এলএস এর বিশেষঞ্জ চিকিৎসকদের উপস্থিতিতে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই স্বাস্থ্য শিবিরের শুভ শভসূচনা করেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ী ব্লকের বি এস সির চেয়ারম্যান অশোক মগ, বিশিষ্ট সমাজ সেবী সুজিত দত্ত, মনিন্দ্র বিশ্বাস সহ আর্ট অফ লিভিং এর সদস্যরা।

আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে বক্তরা আর্ট অফ লিভিং এর এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানানা। বক্তারা জানান দি আর্ট অফ লিভিং প্রতিনিয়ত জনজাতি এলাকায় এইধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এতেকরে জনজাতি এলাকার লোকজনের স্বাস্থ্য পরিষেবার দিকদিয়ে অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছেন। দি আর্ট অফ লিভিং সামাজিক কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন প্রকারের যোগা অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকেন। কলসী এডিসি ভিলেজে আয়োজিত আজকের স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।