দুর্যোগ মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরো ১০ কোটি টাকা বরাদ্দ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দুর্যোগ মোকাবিলায় মুখ্যমন্ত্রী রাজস্ব দপ্তরকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ১০ কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তায় বড় ধরনের স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ভয়াবহ বন্যার পর থেকে এ পর্যন্ত চার দফায় মোট ৩৫ কোটি টাকা ত্রাণ তহবিল থেকে রাজস্ব দপ্তরে হস্তান্তর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রাজ্যবাসীর সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।