পাহলগামে সন্ত্রাসবাদী হামলার পর সিঙ্গাপুরের সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর : পাহলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের প্রতি সমবেদনা ও সমর্থনের জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি।

মোদী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সব মানবিক দেশের দায়িত্ব। পাহলগামের সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সিঙ্গাপুর সরকারের সহানুভূতির জন্য আমি প্রধানমন্ত্রী ওয়াংকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। এর পরই ভারত ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

প্রধানমন্ত্রী মোদী জানান, লরেন্স ওয়াং-এর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এবছর ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ হয়েছে। তিনি বলেন, “আমার শেষ সিঙ্গাপুর সফরের সময় আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সম্পূর্ণ কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছিলাম।”

মোদী আরও বলেন, “ভারত-সিঙ্গাপুর সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং এটি একটি উদ্দেশ্যপ্রসূত অংশীদারিত্ব—যা অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক স্বার্থ এবং শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত।”

তিন দিনের সফরে ভারতে এসেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং। তিনি বলেন, “একটি অস্থির ও অনিশ্চিত বিশ্বে ভারত-সিঙ্গাপুর অংশীদারিত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও গভীর বিশ্বাসের ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে থেকে আরও দৃঢ়তা অর্জন করতে পারি, নতুন সুযোগ গ্রহণ করতে পারি এবং আমাদের অঞ্চল ও বহির্বিশ্বে স্থিতিশীলতা ও অগ্রগতিতে অবদান রাখতে পারি।”

লরেন্স ওয়াং জানান, মহাকাশ গবেষণা সহ নতুন নতুন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। তিনি বলেন, “এ পর্যন্ত ২০টির বেশি সিঙ্গাপুর-নির্মিত স্যাটেলাইট ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী ও আমি একমত হয়েছি যে, জনগণের মধ্যে সংযোগ আমাদের সম্পর্কের মূল ভিত্তি। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে সহযোগিতা জোরদার করা হবে।”