শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক জেলাশাসকের

আগরতলা, ৪ সেপ্টেম্বর: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পূজা উদ্যোক্তারা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পশ্চিম জেলার পূজা উদ্যোক্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান, মূলত দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছিল। পূজা উদ্যোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে রাজধানীতে ড্রেনের কাজ চলায় রাস্তার পরিধি কিছুটা সংকুচিত হয়েছে। তাই ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট রাস্তার সীমানা অতিক্রম করে আলোকসজ্জা না করা হয়। অন্যথায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটবে। প্রশাসনিক নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাবগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে পূজা আয়োজন বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্কবার্তা দেন তিনি।

জেলাশাসক আরও জানান, প্যান্ডেলের উচ্চতা সর্বোচ্চ ৪০ ফুট, দেবীমূর্তি সর্বোচ্চ ২০ ফুট এবং আলোকসজ্জার গেট সর্বোচ্চ ২০ ফুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে পুনরায় পূজা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া প্রত্যেকটি ক্লাবে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে ক্লাবগুলোকে। শারদোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অঘটন না ঘটে এবং উৎসব আনন্দমুখরভাবে পালিত হয়, সে বিষয়ে ক্লাব উদ্যোক্তাদের সচেতন করেছেন জেলা শাসক ডঃ বিশাল কুমার।