নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর : ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়েছে, নেপাল এবং ভুটানের নাগরিকরা এখন থেকে পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারত প্রবেশ করতে পারবেন, যদি তারা নিজ নিজ দেশের সীমান্ত দিয়ে স্থলপথে বা আকাশপথে ভারতে আসেন। এই নতুন নিয়ম ১লা সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেইনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫’-এর অধীনে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে এবং সীমান্ত পর্যটন ও ব্যক্তিগত সফরকে আরও সহজ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নিয়ম শুধু নেপাল ও ভুটান থেকে সরাসরি আগত নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে যদি কোনো নেপালি বা ভুটানি নাগরিক তৃতীয় কোনো দেশ থেকে (যেমন চীন, পাকিস্তান, হংকং বা ম্যাকাও) ভারতে প্রবেশ করেন, সেক্ষেত্রে তাঁদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক। একই নিয়ম প্রযোজ্য ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও, যারা নেপাল বা ভুটানের সীমান্ত ব্যবহার করে দেশে ফিরছেন।
এই পদক্ষেপ ভারত-নেপাল ও ভারত-ভুটান সম্পর্কের ঐতিহ্যবাহী ‘ওপেন বর্ডার’ নীতিকে আরও জোরদার করবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। সরকারের মতে, এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য, পর্যটন এবং পারিবারিক সফর অনেক বেশি মসৃণ ও সহজ হবে।

