রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী

আগরতলা, ৩ সেপ্টেম্বর : রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুড়া এলাকায় এক ব্যক্তির পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। নাশকতামূলক এক কর্মকাণ্ডের ফলে পথে বসলো মৎস্য চাষী।

জানা গিয়েছে, বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুড়া এলাকায় বন দপ্তরের অর্থাৎ ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় দুই কানির উপর একটি জলাশয় চাষ করে এলাকার ৯ জন যুবক। এরমধ্যে বুধবার সকালে আবুজাহান নামের যুবক সংবাদমাধ্যমের মুখোমুখি বলেছেন, যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলত আমাদের কোন দুঃখ থাকত না। কিন্তু এইভাবে পুকুরে বিষ ঢেলে অবলা প্রাণীদের মেরে ফেলা ঠিক হয়নি।

তবে এই ঘটনা নিয়ে গোটা এলাকার মধ্যে গুঞ্জন শাসক এবং শাসকের শরিকি দ্বন্দ্বের ফলেই এমনটা ঘটেছে।। যদিও মুখ খুলতে কেউ বলতে চায় না।