আগরতলা, ৩ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বটতলা বাজারে জুয়ার আসরে পুলিশের থাবা। অভিযানে জুয়ার সামগ্রী সহ নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাতজনকে আটক করা হয়েছে।
পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বটতলা এলাকার একটি পরিত্যক্ত জায়গায় জুয়া খেলা হবে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার সামগ্রী এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাতজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

