মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠক: “সবসময়ই একে অপরের পাশে থেকেছে ভারত-রাশিয়া” – প্রধানমন্ত্রী মোদি

চীন, ১ সেপ্টেম্বর: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, “সবচেয়ে কঠিন সময়েও ভারত ও রাশিয়া সবসময় একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে।”

দুই নেতার মধ্যে আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। মোদি-পুতিন আলোচনায় ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা শুধু ভারত ও রাশিয়ার জনগণের জন্যই নয়, গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও মোদি তাঁর অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “আমরা সাম্প্রতিক সময়ে এই সংঘাত নিরসনের জন্য নেওয়া সব ধরনের প্রচেষ্টাকে স্বাগত জানাই। সংশ্লিষ্ট সব পক্ষকে আরও গঠনমূলকভাবে এগিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব সংঘাতের অবসান ঘটানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন – এটাই মানবতার ডাক।”

প্রধানমন্ত্রী মোদি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বর মাসে ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসবেন। তিনি বলেন, “১.৪০ কোটি ভারতীয় নাগরিক অধীর আগ্রহে আপনার ভারত সফরের অপেক্ষায় রয়েছেন।”

সম্মেলনের উদ্বোধনী ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ভারত, চীনসহ অন্যান্য কৌশলগত অংশীদারদের ভূমিকা আমরা অত্যন্ত মূল্যায়ন করি।”

পুতিন আরও উল্লেখ করেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বোঝাপড়া হয়েছে, যা ইউক্রেন সংকট নিরসনের পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে।”

চীন সফরের আগে জাপান থেকে তিয়ানজিনে পৌঁছেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে ফোন পান মোদি। জেলেনস্কি তাঁকে জানান, ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় একটি আলোচনার প্রক্রিয়া চলছে। সেই আলোচনার বিষয়ে ভারতেরও অবদান রাখার সুযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) প্রধানমন্ত্রী মোদি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে ও পুতিনকে হাসিমুখে করমর্দন ও আলিঙ্গন করতে দেখা যায়। তিনি লেখেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা সবসময়ই আনন্দের!”